স্বর্না সূত্রধর দিপিকা, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
প্রতি বছরে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই শুরু হয় অমর একুশে বইমেলা।প্রতিবছরের ন্যায় এবারও শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৫।বাংলা একাডেমী প্রাঙ্গণ সহ সোহরাওয়ার্দী উদ্যান কে ঘিরে মোট সাত শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান এবং ত্রিশের অধিক প্যাভিলিয়ন নিয়ে বসেছে এবারের বইমেলা।
শনিবার সকালে বইমেলা ঘুরে দেখা যায় স্টোল গুলো সাজাতে এখনো ব্যস্ত সময় পার করছে বিভিন্ন প্রকাশনার কর্মীরা।বইমেলার প্রথম দিন চললেও শেষ করতে পারে নি স্টল সাজানোর কাজ।নতুন বছরের এই বইমেলাকে নতুনত্বের রুপ দিতে সবাই যেন ব্যাস্ত ;কেউ ব্যস্ত রং করতে’; কেউ ব্যস্ত ব্যানার ফেস্টুন টানাতে; কেউ ব্যস্ত বই গোছানোর কাজে। এছাড়া কাঠের তৈরি কারুকাজ এখনো চলমান
বিকাল তিনটায় মেলার মূল পর্ব শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকে ভিড় করে দর্শনার্থীরা।তবে প্রধান উপদেষ্টার উদ্বোধনের আগে কেউ মেলায় প্রবেশ করতে পারবে না বলে জানা যায়।
উদ্বোধনের পর বইমেলার প্রথম দিনে দর্শনার্থীদের ভির দেখা যায়।মেলার প্রথম দিন দর্শনার্থীদের ভিড় জমলেও মূল ফটকের সামনে রাস্তা মেরামতের কাজ এখনো চলছে।মেটাল ডিটেক্টর গুলো অকেজো হয়ে পড়ে আছে।বেলা শুরু হলেও ইনস্টল ও বেবিনের সামনে দেখা যায় আবর্জনার স্তূপ।যার ফলে ক্রেতা ও দর্শনার্থীদের হাঁটাচলা করতে সমস্যা হচ্ছিল বলে জানা যায়।বইমেলায় ঘুরতে আসা এক দর্শনার্থী জানান প্রথম দিনেই মেলার পরিবেশ বাজে; তিনি জানান স্টোল গুলোর কাজ এখনো শেষ হয়নি আবার বিভিন্ন স্টাইলের সামনে অবশিষ্ট বিভিন্ন জিনিসপত্র পড়ে আছে যা বইমেলার পরিবেশ কে নষ্ট করছে।
যদিও গত বৃহস্পতিবার( ৩০শে জানুয়ারি)সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নে ড. সরকার আমীন বলেন ১লা ফেব্রুয়ারি।
এমএস