নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোঃ হিসাব আলী (৭০) নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মৃত হিসাব আলী পাশবর্তী লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের চকশোভ গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
মৃতের নাতি সুমন জানান, আদেশ কয়েকদিন ধরে তার শরীরে জ্বর ছিল। গত ২২ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য রাজশাহী শহরের এক প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারকে দেখানোর পর প্রেসক্রিপশন(ব্যবস্থাপত্র) নিয়ে বাড়িতেই এন্টিবায়োটিক ইনজেকশন চলছিল। হঠাৎ ২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যায় শারীরিক অবস্থা অবনতি হলে স্থানীয় ডাক্তারদের পরামর্শে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে পরীক্ষা নীরিক্ষা করে তার শরীরে ডেঙ্গু ধরা পরে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম জানান, বাসায় চিকিৎসা চলাকালে বুধবার সন্ধ্যায় রোগীর অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা। তার পরীক্ষা -নিরীক্ষার কাগজপত্র দেখে পজেটিভ রিপোর্ট আসে। চিকিৎসারত অবস্থায় রাত ১১ টার দিকে তিনি মারা যান।
নাটোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মোক্তাদির আরেফিন বলেন, মৃত হিসাব আলী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে তার হার্টেরও সমস্যা ছিল।
এমএস