সরকারি তিতুমীর কলেজ কে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ এর রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরন অনশন কর্মসূচিতে যাচ্ছে তিতুমীর বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্লাটফর্ম তিতুমীর ঐক্য । আজ (২৯ই জানুয়ারি) বিকেল ৫ টা থেকে এই অনশনে বরার কথা রয়েছে৷
এর আগে গত সোমবার (২৮ জানুয়ারি) বিকালে, সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা সভা ডেকেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস । উক্ত সভায় সাত কলেজের বিষয়ে ‘ফ্রুটফুল’ আলোচনা হয়েছে বলে মন্তব্য করেন ইউজিসি চেয়ারম্যান। বর্তমান সংকট নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক হলেও তিতুমীর কলেজ নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করেননি তারা ।
যার ফলস্রুতিতে আজ থেকে আবারও শাটডাউন কর্মসূচি পুনরায় পালিত হবে এবং একই সাথে ৩য় বর্ষের পরীক্ষার জন্য,পরীক্ষার নির্দিষ্ট সময় শাটডাউন শিথিল থাকবে বলে জানিয়েছেন তিতুমীর ঐক্য । সংগঠনটির নেতারা জানান, বিশ্ববিদ্যালয় দাবিতে গত পাঁচ মাস টানা আন্দোলন করলেও প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকের পর কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত না আসার কারণে বিকাল থেকে আম*রন অনশনে বসবে ।
অনশন কে সফল করতে তিতুমীর ঐক্য’র কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম বলেন ,দীর্ঘদিনের এই আন্দোলনের পরিক্রমায় রাষ্ট্র ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের নিয়ে বিভিন্ন নাটকীয়তা লিপ্ত হয়েছেন। গতকাল শিক্ষা উপদেষ্টা নিজে যখন ঘোষণা দেন , সাত কলেজকে নিয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে ৷ কিন্তু আমরা গত ২৭ বছরের লালন করা আন্দোলন বৃথা যেতে দিবো না৷ যতক্ষণ দেহে প্রাণ আছে , বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে অনশন করে যাবো ইনশাআল্লাহ ।
অন্তর হাসান/এমএস