মো: ওমর ফারুক,তিতুমীর কলেজ প্রতিনিধি:
সাবেক সরকারের পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে ২৭ জানুয়ারী (সোমবার) দিবাগত রাত ২টার পরে ফেসবুক পোস্টের মাধ্যমে কমিট প্রকাশ করে।
১২ পৃষ্ঠাবিশিষ্ট এই পোস্টে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেলের সাক্ষরিত ১২টি পৃষ্ঠার পেজে মোট ২৪৩ জনকে সদস্য করে আগামী ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি তিতুমীর কলেজের কমিটি দেওয়া হয়।
কমিটিতে আলা উদ্দিন মিনহাজকে আহ্বায়ক, সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব, মো: কামরুল হাসান সুজনকে মুখ্য সংগঠক এবং সিনথিয়া সুমাইয়া কে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ।
এছাড়াও কমিটিতে ১৩ জন যুগ্ম আহ্বায়ক, ১২ জন যুগ্ম সদস্য সচিব, ২২ জন সংগঠক এবং ১৯২ জন সদস্য রয়েছে।
এমএস