মো: শফিক খান ,তিতুমীর ক্যাম্পাস প্রতিনিধিঃ
রাজধানী সরকারি তিতুমীর কলেজে তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের ২০২৩-২৪ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
রবিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২ টায় বিজ্ঞান ভবনে সাধারণ সম্পাদক রায়হান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি শুভ উদ্ভোদন করেন যুগ্ম সাধারণ সম্পাদক আরমান উদ্দিন।
নবীন বরণ অনুষ্ঠান শুরুতে নবীন শিক্ষার্থীর পাশাপাশি সিনিয়রদের পরিচয় পর্ব তুলে ধরেন। এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন নাচ-গান, গজল, কবিতা পরিবেশন করেন।
নবীন শিক্ষার্থীরা বলেন, আপনাদের এই আয়োজন আমাদের মাঝে ঐক্য গড়ে তুলবে। আপনাদের বিভিন্ন দিক নির্দেশনা আমাদের শহর জীবনকে সহজ করবে। আমাদের ঐতিহ্য সাংস্কৃতিক ধারা জানতে পারবো ও শিখতে পারবো।
তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণের সভাপতি নাজমুল হক বলেন, আজকে আপনাদের মাঝে উপস্থিতি হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ৫ই আগস্টে আগে এই ভাবে ক্যাম্পাসে আসতে পারতাম না। ৫ই আগস্টের পর, নতুন বাংলাদেশে মুক্ত ভাবে ক্যাম্পাসে এসে আমরাই প্রথম নির্বাচনে মাধ্যমে নের্তৃত্বে আসি। আপনাদের যে কোন সহযোগিতায় আমি সব সময় কাজ করে যাবো।
তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রায়হান মিয়া বলেন, আজকে নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে পেরেছি। নিজের জেলার চেনা পরিচিতি বাড়িয়ে তুলতে পেরেছি। নবীনদের প্রত্যাশা পূরণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমি মনে করি, তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ শিক্ষার্থীদের ছাত্র বান্ধব পরিবেশ গড়ে তুলবে।
তিনি নবীনদের উদ্দেশ্যে করে বলেন,”আমরা ক্যাম্পাসে ব্যালটপেপারের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি, ভবিষ্যৎ এ এমন স্বচ্ছ,নিরপেক্ষ, কমিটি গঠণের ক্ষেত্রে তুমরা অগ্রণী ভুমিকা রাখবে বলে, আমি আশাবাদী!”সেই সাথে নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশা-পাশি সহ-শিক্ষামূলক কর্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দেন
তিনি ইমিডিয়েট সিনিয়রদের উদ্দেশ্যে করে বলেন,আপনারা যে কোনো ধরণের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হোন না কেনো, তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদে এসে, আপনার সবচেয়ে বড় পরিচয় যেনো হয়,আপনি কিশোরগঞ্জের সন্তান, আমরা একে অপরের ভাই!
অনুষ্ঠান শেষে, শিক্ষার্থীদের মাঝে ফুল, ডাইরি ও কলম উপহার সামগ্রিক তুলে দিয়ে বরণ করে নেন জেলা ছাত্র কল্যাণের বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, “উজান ভাটির মিলিত ধারা, হাওর নদী, মাছে ভরা” স্লোগানকে সামনে নিয়ে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ।
এমএস