ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না: মো. জাকির হোসেন গালিব

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব। (ছবি : সংগৃহীত)

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব। শনিবার (২৫ জানুয়ারি) পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৫-১৬ বছরে দেশের আর্থিক খাত বিভিন্নভাবে ধ্বংস করা হয়েছে। এক শ্রেণির লোকজন লুঠপাট করে সব টাকা-পয়সা বিদেশে পাচার করে ভোগ করছে। আমাদের যে অর্থ-সম্পদ নিয়ে গেল, তাদের বিরুদ্ধে যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিচারক হিসেবে এসব মামলা দেখছি, আমার কাছে মনে হচ্ছে এগুলোতে গাফিলতি থেকে যাচ্ছে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

ঢাকা মহানগর দায়রা জজ আরও বলেন, ‘রাষ্ট্র কাঠামোর মধ্যে যা কিছু আছে, সবকিছু বিচারের সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু আপনারা ওই বিষয়গুলোয় নজর দিচ্ছেন না, বিষয়গুলো অবহেলিত রয়ে গেছে। ভেজাল ঔষধ কারখানা রয়েছে, সেগুলো শনাক্ত করে আইনের আওতায় আনা দরকার। সেদিন এক মামলায় একজনের সম্পদ দেখলাম ২৫০ কোটি টাকা, কিন্তু তিনি তো দুই লাখ কোটি টাকার মালিক।’

কনফারেন্সে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় মোস্তাফিজুর রহমান শুভেচ্ছা বক্তব্যে জুলাই বিপ্লবে আত্মদানকারী শহীদ এবং হতাহত শত শত ছাত্র-জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিচার কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে তিনি সবাইকে প্রয়োজনীয় মতামত জানানোর আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে ‘আইনের ব্যত্যয় এবং উত্তরণের উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. ছানাউল্লাহ।

এ সময় কনফারেন্সে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ডিএমপির ডিসি প্রসিকিউশন তারেক জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে সব এসিএমএম, এমএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঢাকা সিটির অন্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না: মো. জাকির হোসেন গালিব

আপডেট সময় : ০৯:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব। শনিবার (২৫ জানুয়ারি) পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৫-১৬ বছরে দেশের আর্থিক খাত বিভিন্নভাবে ধ্বংস করা হয়েছে। এক শ্রেণির লোকজন লুঠপাট করে সব টাকা-পয়সা বিদেশে পাচার করে ভোগ করছে। আমাদের যে অর্থ-সম্পদ নিয়ে গেল, তাদের বিরুদ্ধে যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিচারক হিসেবে এসব মামলা দেখছি, আমার কাছে মনে হচ্ছে এগুলোতে গাফিলতি থেকে যাচ্ছে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

ঢাকা মহানগর দায়রা জজ আরও বলেন, ‘রাষ্ট্র কাঠামোর মধ্যে যা কিছু আছে, সবকিছু বিচারের সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু আপনারা ওই বিষয়গুলোয় নজর দিচ্ছেন না, বিষয়গুলো অবহেলিত রয়ে গেছে। ভেজাল ঔষধ কারখানা রয়েছে, সেগুলো শনাক্ত করে আইনের আওতায় আনা দরকার। সেদিন এক মামলায় একজনের সম্পদ দেখলাম ২৫০ কোটি টাকা, কিন্তু তিনি তো দুই লাখ কোটি টাকার মালিক।’

কনফারেন্সে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় মোস্তাফিজুর রহমান শুভেচ্ছা বক্তব্যে জুলাই বিপ্লবে আত্মদানকারী শহীদ এবং হতাহত শত শত ছাত্র-জনতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিচার কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে তিনি সবাইকে প্রয়োজনীয় মতামত জানানোর আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে ‘আইনের ব্যত্যয় এবং উত্তরণের উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. ছানাউল্লাহ।

এ সময় কনফারেন্সে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির এডহক কমিটির সভাপতি খোরশেদ মিয়া আলম, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ডিএমপির ডিসি প্রসিকিউশন তারেক জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে সব এসিএমএম, এমএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঢাকা সিটির অন্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।

কেকে