ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিম শরীরের মেদ কমাতে পান করুণ ডিটক্স ওয়াটার জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের দাপট রিজার্ভ বেড়ে প্রায় ২৭ বিলিয়ন ডলার বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায় : নুরুল হক শান্তিরক্ষী মিশনে আরও নারী সদস্য নিয়োগ দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নাটোরে শিশু জুঁই হত্যার দায়ে ৫ কিশোর গ্রেফতার বাংলাদের অভ্যন্তরে নানাভাবে ষড়যন্ত্রের প্রচেষ্টা চলছে- নাটোরে রুহুল কবির রিজভী র‍্যাবের-১২ এর অভিযানে ভেড়ামারা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত

রাবির সোহরাওয়ার্দী হলে পরিচ্ছন্ন অভিযান শিক্ষার্থীদের

ছবিঃ সংগৃহীত

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:

নিজেদের হলের পরিবেশ সুন্দর রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা। এতে স্বতস্ফূর্তভাবে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় অভিযানের উদ্বোধন করেন ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।

পরিচ্ছনতা অভিযানে অংশ নিয়ে হলের আবাসিক শিক্ষার্থী আকরাম হোসাইন বলেন, আবাসিক হলে স্বল্প পরিসরে অনেক ছাত্র বসবাস করে এখানে নোংরা হওয়া স্বাভাবিক। অপরিচ্ছন্ন পরিবেশ থেকে রোগ জীবাণু ছড়াতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যের দায়িত্ব এ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা। ক্যাম্পাস পরিষ্কার থাকলে আমরাও সুস্থ থাকব, সুন্দর থাকব।

তিনি আরো বলেন, মশা-মাছির উপদ্রপ কমাতে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা দরকার। এভাবে পরিচ্ছন্ন জাতি গঠনের মাধ্যমে আমরা সুন্দর একটা দেশ পাব।

আরেক শিক্ষার্থী বলেন, হল হলো আমাদের বাড়ির মতো। কাজেই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তারই অংশ হিসেবে আমাদের এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, “আমার হল, আমার বাড়ি”—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা তাদের হলকে নিজেদের বাড়ি হিসেবে অনুভব করছে। আমরাও চাই, হলগুলো সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক। শিক্ষার্থীরাও এ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। যদি প্রতিটি হলে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়, বিশেষ করে বসবাসের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।

তিনি আরও বলেন, আমাদের এ প্রচেষ্টা যেন এখানেই শেষ না হয়, তা অব্যাহত রাখার প্রত্যাশা করছি। আশা করি শিক্ষার্থীরাও সবসময় আমাদের পাশে থাকবে এবং সহযোগিতা করবে। যেহেতু এটি আমাদের নিজস্ব বাড়ি, প্রতীকী পরিচ্ছন্নতার এ অভিযান শেষে এটি সবার অভ্যাসে পরিণত হবে।

এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

জিম শরীরের মেদ কমাতে পান করুণ ডিটক্স ওয়াটার

রাবির সোহরাওয়ার্দী হলে পরিচ্ছন্ন অভিযান শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৫:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:

নিজেদের হলের পরিবেশ সুন্দর রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থীরা। এতে স্বতস্ফূর্তভাবে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আজ শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় অভিযানের উদ্বোধন করেন ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।

পরিচ্ছনতা অভিযানে অংশ নিয়ে হলের আবাসিক শিক্ষার্থী আকরাম হোসাইন বলেন, আবাসিক হলে স্বল্প পরিসরে অনেক ছাত্র বসবাস করে এখানে নোংরা হওয়া স্বাভাবিক। অপরিচ্ছন্ন পরিবেশ থেকে রোগ জীবাণু ছড়াতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্যের দায়িত্ব এ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা। ক্যাম্পাস পরিষ্কার থাকলে আমরাও সুস্থ থাকব, সুন্দর থাকব।

তিনি আরো বলেন, মশা-মাছির উপদ্রপ কমাতে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা দরকার। এভাবে পরিচ্ছন্ন জাতি গঠনের মাধ্যমে আমরা সুন্দর একটা দেশ পাব।

আরেক শিক্ষার্থী বলেন, হল হলো আমাদের বাড়ির মতো। কাজেই সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তারই অংশ হিসেবে আমাদের এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান।

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম বলেন, “আমার হল, আমার বাড়ি”—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা তাদের হলকে নিজেদের বাড়ি হিসেবে অনুভব করছে। আমরাও চাই, হলগুলো সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক। শিক্ষার্থীরাও এ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। যদি প্রতিটি হলে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়, বিশেষ করে বসবাসের পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে।

তিনি আরও বলেন, আমাদের এ প্রচেষ্টা যেন এখানেই শেষ না হয়, তা অব্যাহত রাখার প্রত্যাশা করছি। আশা করি শিক্ষার্থীরাও সবসময় আমাদের পাশে থাকবে এবং সহযোগিতা করবে। যেহেতু এটি আমাদের নিজস্ব বাড়ি, প্রতীকী পরিচ্ছন্নতার এ অভিযান শেষে এটি সবার অভ্যাসে পরিণত হবে।

এমএস