নাটোর প্রতিনিধিঃ
২০৩৫ সালের মধ্যে দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূলে সাংবাদিকদের মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টায় স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ মোক্তাদির আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম।
কর্মশালায় বক্তব্য রাখেন নাটোর সদর হাসপাতালের চর্ম রোগ বিশেষজ্ঞ ডাঃ এস এম ফরহাদ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাসেল প্রমুখ।
বক্তারা বলেন, মৃদু সংক্রমনশীল কুষ্ঠ রোগের জীবাণু হাঁচি, কাশি বা বাতাসের মাধ্যমে ছড়ায়।ত্বকে দৃশ্যমান হলেও কুষ্ঠ একটি বায়োবিক রোগ। কুষ্ঠ রোগের চিকিৎসা নিলে এ রোগ ভালো হয়ে যায়। তবে চিকিৎসা নিতে বিলম্ব করলে এ রোগে বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে। সাথে সাথে চিকিৎসা গ্রহন করে বিকলাঙ্গের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
দেশের জেলা ও উপজেলা পর্যায়ে সকল সরকারী হাসপাতালগুলোতে বিনামূল্যে কুষ্ঠ রোগের চিকিৎসা করা হচ্ছে। সরকার ২০৩৫ সালের মধ্যে কুষ্ঠ রোগ নির্মূলে প্রচারণা, উদ্বুদ্ধকরণ কার্যক্রমের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। রোগের চিকিৎসা অভিজ্ঞতা বিনিময় করেন কুষ্ঠ থেকে চিকিৎসা গ্রহণ করে সুস্থ্য হওয়া আব্দুর রহিম ও আশরাফুল ইসলাম।
লেপ্রা বাংলাদেশের সহযোগিতায় কর্মশালায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।
এমএস