স্বর্ণা সূত্রধর দিপিকা, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি,
পুরান ঢাকার প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান “কবি নজরুল সরকারি কলেজ।” লক্ষ্মীবাজার এলাকার প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কবি নজরুল সরকারি কলেজের সামনের প্রধান সড়কে প্রতিদিনের যানজট শিক্ষার্থীদের জন্য বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিত্যদিন দুর্ভোগ পোহাতে হয় কলেজে আসা সাধারণ শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশে থেমে থাকা যানবাহন ও পার্কিংয়ের কারণে পথচলা কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন ক্লাসে যেতে এবং পরীক্ষা দিতে সময়মতো পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। রাস্তায় আটকে থাকার কারণে মূল্যবান সময় নষ্ট হয়।
প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুল হক শুভ বলেন, যানজটের কারণে ক্লাসে সময়মতো পৌঁছাতে পারি না। যানবাহনের যানজটের কারণে পায়ে হেঁটেও যাওয়া যায় না।পায়ে হেঁটে যাওয়ার সময় বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে হয়।
কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মাহির বলেন,রাস্তার সাথে ক্যাম্পাস হওয়ায় যানবাহনের হর্ন ক্লাসের মনোযোগ নষ্ট করে এবং পড়ার পরিবেশ নষ্ট করে। যানজট থাকার কারণে যানবাহন পরিচালকরা অযথা হর্ন বাজায়।
শিক্ষার্থীরা দাবি জানায়,ক্যাম্পাসের সামনের রাস্তায় যানজট নিরসনে খুব দ্রুত পদক্ষেপ নিতে। ক্যাম্পাসের সামনে আইন মেনে ট্রাফিক পুলিশ নিয়োগ দিতে।
কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক ডা.মাহমুদা আখতার বলেন, ক্যাম্পাসে আসার সময় প্রচুর যানজট থাকে যার কারণে কলেজে উপস্থিত হতে দেরি হয়।রাস্তাঘাটে বিভিন্ন কারণে রাস্তা অবরোধ করে রাখে যার ফলে যানবাহনের প্রচুর যানজট সৃষ্টি হয়।কলেজে উপস্থিত হতে দেরি হওয়ায় সময়মতো ক্লাসে যেতে পারি না।যানজট নিরসনের জন্য বলেন, ট্রাফিক পুলিশ নিয়োগ দিতে।
এমএস