মো. রাফাসান আলম ,রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তীর্থক নাটকের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ দাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. সোহান।
শনিবার (১৮ জানুয়ারি) সংগঠনটির নিজ মহড়া কক্ষে অনুষ্ঠিত ২৪তম বার্ষিক সভায় এ কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম মোল্লা, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুন্নাহার তন্বী, প্রযোজনা সম্পাদক রিফাইয়া রাজাক রিফা, কোষাধ্যক্ষ পি. এম. শাহরিয়ার হোসাইন, প্রচার সম্পাদক হ্লাথোয়াইছা চাক, দপ্তর সম্পাদক সাদিকা ইয়াসমিন আশা এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মুবাশশিরুল ইসলাম ও আরসাদ আলী।
এছাড়াও, চারজনকে সাধারণ সদস্য পদ প্রদান করা হয়েছে। তারা হলেন, মোশারফ হোসেন, এ্যমং মারমা, জান্নাতুল নাঈম এবং তুষার।
উল্লেখ্য, পথনাটকের দল হিসেবে খ্যাত ‘তীর্থক নাটক’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অন্যতম নাট্য সংগঠন। আদাব, লালসবুজ, রিসার্চ তাদের উল্লেখযোগ্য নাটক।
এমএস