নাটোর প্রতিনিধিঃ
বৈষম্য-বঞ্চনামুক্তির লক্ষ্যে নাগরিক সমঅধিকার প্রতিষ্ঠায় নাটোরে গঠণ করা হলো গণতান্ত্রিক অধিকার কমিটি ।
অ্যাড. সুখময় বিপ্লু কতৃক আহুত ৩ য় দফা বৈঠকে চন্দন সিদ্ধান্তের সভাপতিত্বে রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে রাত প্রায় ৯ টা পর্যন্ত নাটোর মুসলিম ইন্সটিটিউটে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বিস্তারিত আলোচনা সাপেক্ষে এ্যাড. সুখময় বিপ্লুকে আহবায়ক এবং কবি আশিক রহমান টিটু ও নাট্যকর্মী রমানুজ নিয়োগী আশিষকে যুগ্ম আহবায়ক করে কমিটি গঠণ করা হয়। ইত:পূর্বে ঢাকায় গঠিত একই কমিটির ১৩ দফা দাবির প্রতি সংহতি-সমর্থন ও একাত্বতা জানিয়ে জাতীয় ও স্থানীয় সমস্যা নিয়ে জনমত গড়ে তোলাসহ ন্যায্য দাবি আদায়ে এই কমিটি আত্মপ্রকাশ করে।
এখন থেকে ঐ কমিটি ঢাকায় গঠিত অনুরূপ গণতান্ত্রিক অধিকার কমিটির সাথে যুক্ত থাকার পাশাপাশি অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কার্যকর ভূমিকা পালনে সচেষ্ট থাকবে।
এমএস