তিতুমীর কলেজ প্রতিনিধি:
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকে টাঙ্গানো ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার শনিবার (১১ জানুয়ারি) দিবাগত ভোর রাতে সরিয়ে ফেলা হয়েছে।
এ ঘটনাযর প্রতিবাদে রবিবার (১২ জানুয়ারি) পুনরায় কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার টাঙ্গান বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এই বিষয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল বলেন, কলেজের প্রধান ফটকের সামনে থাকা ব্যানার সড়ানোর বিষয়ে কলেজ প্রশাসন কোনোভাবেই জড়িত নয়। আমি নিরাপত্তাকর্মীদের মাধ্যমে শুনেছি যে ব্যানারটি খোলা হয়েছে।
তবে কে বা কারা কেন এই ব্যানার সরিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।
এমএস