স্বর্ণা সূত্রধর দিপিকা, কবি নজরুল কলেজ প্রতিনিধিঃ
পুরান ঢাকার ১৫০ বছরের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “কবি নজরুল সরকারি কলেজ।” প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কলেজটিতে রয়েছে ক্লাস রুম সংকট। ক্লাসরুম সংকটের কারণে শিক্ষার্থীদের প্রতিনিয়ত শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। পর্যাপ্ত ক্লাসরুম না থাকায় শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা নিতে পারছে না।
দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শুভ বলেন,ক্লাসরুম সংকটের কারণে তারা প্রতিদিন ক্লাস করতে পারে না।যদি তারা প্রতিদিন ক্লাস করে তাদের পড়ালেখা আরো উন্নত হবে।খুব দ্রুত যাতে কলেজে ক্লাসরুম বাড়ানো হয়।কলেজে কোনো পরীক্ষা শুরু হলে, তারা ক্লাস করতে পারে না। ক্লাসরুম সংকট থাকায়।
বাংলা বিভাগের ২০২২-২০২৩বর্ষের শিক্ষার্থী প্রাণকুমার রায় বলেন,পর্যাপ্ত ক্লাসরুম না থাকায় ক্লাস করতে পারে নাই। কলেজ প্রশাসন তাদেরকে বলেন নতুন ভবনের পরিকল্পনা আছে। নতুন ভবন হলে ক্লাস রুম সংকট থাকবে না।ক্লাস রুমের অভাবে একটি ডিপার্টমেন্ট একই সময় একাধিক বর্ষের ক্লাস পরিচালনা করতে পারে না।
সম্প্রতি কবি নজরুল সরকারি কলেজের ৩ নং ভবনটিকে ফায়ারসার্ভিস কর্তৃক ৩ বার আইনি এবং ১বার রাজউক ঝুঁকিপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় ক্লাস করতে হচ্ছে ক্লাসরুম সংকট থাকায়।কবি নজরুল সরকারি কলেজে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা বহু আগেই চূড়ান্ত হলেও, এখনো কাজ শুরু হয়নি।শিক্ষার্থীরা নতুন ভবনের কাজ দ্রুত শুরু করার কথা বলেন।
শিক্ষার্থীরা মনে করেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে সংকট দূর হবে এবং প্রতিষ্ঠানের পরিবেশে গুণ বৃদ্ধি পাবে।তবে তারা আর শুধু আশ্বাস শুনতে চায় না,তাদের ক্লাসরুম বৃদ্ধির জন্য নতুন ভবনের পরিকল্পনা বাস্তবায়ন করা দেখতে চাই।
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মো: হাবিবুর রহমান বলেন, “এক মাসের মধ্যে নতুন ভবনের কাজ শুরু হবে।” কিন্তু অধ্যক্ষের আশ্বাস দেওয়ার পর দেড় মাস পার হলেও এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি। এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।
শিক্ষার্থীদের দাবি হচ্ছে, কলেজ প্রশাসনের উচিত দ্রুত নতুন ভবনের কার্যকর ব্যবস্থা নেওয়া। নতুন ভবন নির্মাণের কাজ শুরু হলে ক্লাসরুম সংকটের পাশাপাশি গবেষণাগার ও অন্যান্য সমস্যাও দূর হবে।যাতে করে কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত তাদের ক্লাস গুলো করতে পারে।
শিক্ষার্থীরা বলেন, যত দ্রুত সম্ভব নতুন ভবনের পরিকল্পনা বাস্তবায়ন করে তাদের ক্লাসরুম সংকট দূর করা হক।
এনএস