ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এরদোয়ান কে নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, প্রাণহানি ৫ ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ আলম নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংকে ৩১৬২ কোটি টাকা লেনদেন দেশের সব মাঠ-পার্ক ও উদ্যান জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি গ্রিন ভয়েসের তুরস্ককে বাংলাদেশে শিল্প স্থানান্তরের আহ্বান প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসের ঢাকা কলেজে ‘পরিবর্তনের ছাত্র রাজনীতি’ ‍সংলাপ চলাকালে ককটেল বিস্ফোরণ শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন বইমেলা আকুর আমদানি বিল পরিশোধের পর কমলো দেশের রিজার্ভ সতিকসাসের সদস্য তামিমের মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন

বিশ্বের সবথেকে বিখ্যাত চিত্রকর্ম,কিন্তু কেন?

ছবি : সংগৃহীত

মোনালিসার চিত্রকর্ম দেখেননি কিংবা নাম শুনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। অন্তত রেপ্লিকা ছবি হলেও এটি দেখেছেন। বলা হয়ে থাকে, পৃথিবীর সবচেয়ে রহস্যজনক একটি ছবি হচ্ছে মোনালিসার ছবি।

মোনালিসার চিত্রকর্মটি লিওনার্দো দা ভিঞ্চির একটি অমর সৃষ্টি, যা তার রহস্যময় গুণাবলির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এর অন্যতম আকর্ষণ হলো মোনালিসার অমোঘ হাসি, যা একসঙ্গে আনন্দ, বিষণ্নতা এবং রহস্যের অনুভূতি প্রকাশ করে।

জানা যায়, মোনালিসার ছবিটি আঁকা হয়েছিল একজন সিল্ক ব্যবসায়ীর অনুরোধে। ভিঞ্চির লেখা তার বইয়ে জানান, সিল্ক ব্যবসায়ী ফ্রান্সেসকো ডেল গিওকোন্ডো লিওনার্দোকে তার স্ত্রী লিসা গেরারদিনির প্রোট্রেট আঁকতে অনুরোধ করেন। মজার ব্যাপার হচ্ছে, ইতালিতে যে কোনো নারীকে ‘মোনা’ বলে সম্বোধন করা হতো। আর ছবিতে থাকা নারীর নাম লিসা। শব্দ দু’টো মিলিয়েই ছবিটির নাম দেওয়া হয় ‘মোনালিসা’।

দা ভিঞ্চি তার “সফুমাতো” পদ্ধতি ব্যবহার করে মুখমণ্ডল এবং গভীরতা ও জীবন্ততা এনেছেন, যা চিত্রকর্মটিকে অনন্য করে তুলেছে। মোনালিসার চোখের দৃষ্টি এমনভাবে আঁকা যে, মনে হয় সে সরাসরি দর্শকের দিকে তাকিয়ে আছে, যেকোনো কোণ থেকে এটি দেখলেও।

১৯১১ সালে লুভর মিউজিয়াম থেকে এটি চুরি হওয়ার ঘটনা আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয় এবং এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে। লিওনার্দো দা ভিঞ্চির রেনেসাঁ যুগের প্রভাব এবং তার অসাধারণ দক্ষতা এই শিল্পকর্মকে কালজয়ী করেছে।

মোনালিসার পেছনের রহস্যময় প্রাকৃতিক দৃশ্য এবং লুভর মিউজিয়ামে এর প্রদর্শন এটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। যুগে যুগে সাহিত্য, ফিল্ম এবং বিজ্ঞাপনে এর উপস্থিতি এটিকে শুধুমাত্র একটি চিত্রকর্ম নয়, বরং বিশ্ব-ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আল ইয়ামিন আবির/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

এরদোয়ান কে নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

বিশ্বের সবথেকে বিখ্যাত চিত্রকর্ম,কিন্তু কেন?

আপডেট সময় : ০৫:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

মোনালিসার চিত্রকর্ম দেখেননি কিংবা নাম শুনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। অন্তত রেপ্লিকা ছবি হলেও এটি দেখেছেন। বলা হয়ে থাকে, পৃথিবীর সবচেয়ে রহস্যজনক একটি ছবি হচ্ছে মোনালিসার ছবি।

মোনালিসার চিত্রকর্মটি লিওনার্দো দা ভিঞ্চির একটি অমর সৃষ্টি, যা তার রহস্যময় গুণাবলির জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এর অন্যতম আকর্ষণ হলো মোনালিসার অমোঘ হাসি, যা একসঙ্গে আনন্দ, বিষণ্নতা এবং রহস্যের অনুভূতি প্রকাশ করে।

জানা যায়, মোনালিসার ছবিটি আঁকা হয়েছিল একজন সিল্ক ব্যবসায়ীর অনুরোধে। ভিঞ্চির লেখা তার বইয়ে জানান, সিল্ক ব্যবসায়ী ফ্রান্সেসকো ডেল গিওকোন্ডো লিওনার্দোকে তার স্ত্রী লিসা গেরারদিনির প্রোট্রেট আঁকতে অনুরোধ করেন। মজার ব্যাপার হচ্ছে, ইতালিতে যে কোনো নারীকে ‘মোনা’ বলে সম্বোধন করা হতো। আর ছবিতে থাকা নারীর নাম লিসা। শব্দ দু’টো মিলিয়েই ছবিটির নাম দেওয়া হয় ‘মোনালিসা’।

দা ভিঞ্চি তার “সফুমাতো” পদ্ধতি ব্যবহার করে মুখমণ্ডল এবং গভীরতা ও জীবন্ততা এনেছেন, যা চিত্রকর্মটিকে অনন্য করে তুলেছে। মোনালিসার চোখের দৃষ্টি এমনভাবে আঁকা যে, মনে হয় সে সরাসরি দর্শকের দিকে তাকিয়ে আছে, যেকোনো কোণ থেকে এটি দেখলেও।

১৯১১ সালে লুভর মিউজিয়াম থেকে এটি চুরি হওয়ার ঘটনা আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয় এবং এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে। লিওনার্দো দা ভিঞ্চির রেনেসাঁ যুগের প্রভাব এবং তার অসাধারণ দক্ষতা এই শিল্পকর্মকে কালজয়ী করেছে।

মোনালিসার পেছনের রহস্যময় প্রাকৃতিক দৃশ্য এবং লুভর মিউজিয়ামে এর প্রদর্শন এটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। যুগে যুগে সাহিত্য, ফিল্ম এবং বিজ্ঞাপনে এর উপস্থিতি এটিকে শুধুমাত্র একটি চিত্রকর্ম নয়, বরং বিশ্ব-ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আল ইয়ামিন আবির/এমএস