ঢাকা কলেজের অভ্যন্তরে টেনিস গ্রাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে কলেজ অডিটোরিয়ামে ‘পরিবর্তনের ছাত্র রাজনীতি’- শীর্ষক সংলাপ চলাকালে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি।
ঘটনার সময় উপস্থিত ঢাকা কলেজের দুই নম্বর গেটম্যান জয়দ্বীপ সরকার বলেন, আমি গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পেছনের দিকে নায়েমের গলি সংলগ্ন দেয়ালের কাছে ককটেল বিস্ফোরণ হয়। তীব্র ধোঁয়া ও বারুদের গন্ধে আমরা সবাই ভয় পেয়েছি। প্রথমে মনে করলাম বোমা ফুটেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, ‘পরিবর্তনের ছাত্র রাজনীতি’ এটা নিয়ে আজকের প্রোগ্রাম হয়েছে। কী রকম ছাত্র রাজনীতি চাই সেটা ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছে। কলেজ প্রশাসনের উচিত দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমরা সিসিটিভি দেখে খুব দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমরা কোনো ছাত্র সংগঠনকে অধিক প্রধান্য বা বঞ্চিত করব না।
কেকে