ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কী : মির্জা ফখরুল

মির্জা ফখরুল ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কী করুণ সময় গেছে, আমরা ভোট দিতে পারিনি। ১৫ বছরে প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কী। তারা ভোট দিতে পারেনি। পরপর ৩টি টার্ম ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে দেশের মধ্যে ভীতি তৈরি করেছিল।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে। তা হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিরোধে লিপ্ত হয়েছি। আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র চর্চা করি না।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের সম্পদ লুট করেছে। বিগত সময়ে ফ্যাসিস্টরা ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে।

অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম রব্বানী, প্রফেসর আব্দুল জব্বার ও প্রফেসর মো. ইদ্রিস মিয়া।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কী : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কী করুণ সময় গেছে, আমরা ভোট দিতে পারিনি। ১৫ বছরে প্রজন্মের পর প্রজন্ম জানে না ভোট কী। তারা ভোট দিতে পারেনি। পরপর ৩টি টার্ম ফ্যাসিবাদ ক্ষমতা দখল করে দেশের মধ্যে ভীতি তৈরি করেছিল।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা করে এগিয়ে যেতে হবে। তা হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিরোধে লিপ্ত হয়েছি। আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্র চর্চা করি না।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের সম্পদ লুট করেছে। বিগত সময়ে ফ্যাসিস্টরা ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে।

অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম রব্বানী, প্রফেসর আব্দুল জব্বার ও প্রফেসর মো. ইদ্রিস মিয়া।

কেকে