কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেয়া হবে না জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, মানবিক ও সাম্যের; তবে এটার জন্য আমাদের অনেক লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হবো। সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ চায়, চায় ইতিবাচক সমালোচনা। আমরা ইনসাফ ও ন্যয় বিচার প্রতিষ্ঠার জন্য প্রস্তুত; আর কোন বিবেধ নয়, ঐক্যবদ্ধ জাতি নিয়ে সামনের দিকে আগাতে চাই।
শুক্রবার (০৩ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার সময় নাটোর শহরের নবাব সিরাজ-উদ দৌলা (এনএস) সরকারী কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমীর ডঃ মীর নুরুল ইসলাম। কর্মী সমাবেশ সফল করতে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও গ্রাম পর্যায় থেকে হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হন। পরে সমাবেশটি জনসমুদ্রে পরিনত হয়।
কর্মী সমাবেশে সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ সাদেকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে জামায়াতে ইসলামীর আমীর বলেন, আমরা ঐক্যবদ্ধ জাতি চাই। আমরা চাই সম্মান। আমরা বিদেশে বন্ধু চাই, কিন্তু প্রভু চাই না। তবে এই বন্ধুত্ব হতে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে এটা হবে না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেয়া হবে না। আমাদেও লক্ষ লক্ষ কর্মী আজ আওয়া তুলে বলছে-আমরা জীবন দেবো কিন্তু এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আর বিক্রি হতে দেবো না।
ডা.শফিকুর রহমান বলেন, একটি শ্রেণী জামায়াতে ইসলামী সর্ম্পকে অপবাদ ছড়ায় এই দল ক্ষমতায় গেলে, ইসলামি শাষন কায়েম হলে মহিলাদেও নাকি আর ঘর ঘেকে বের হতে দেয়া হবে না। এটা ধারনা সঠিক নয়। বরং আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী-পুরুষ নির্বিশেষে কাজ করবে। নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে। নারী তার প্রাপ্য সম্মানের সাথে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, আমাদের সন্তানরা এমনভাবে শিক্ষিত হবে যেন শিক্ষাজীবন শেষে একটা চাকরির জন্য কোন মামা-খালুর পিছনে দৌড়াতে না হয়। শিক্ষাজীবন শেষে হওয়ার আগে কাজই আমাদের সন্তানদের কাছে পৌছে যাবে। এ দায়িত্ব পালন করবে জামায়াতে ইসলামী। আমরা এমন শিক্ষা চাই; যেন আমাদের সন্তানদের মনে মমত্ববোধ, দেশাত্নবোধ ও মানবীয় গুণাবলীতে অনন্য হয়ে ওঠে। আমরা চাই তারা যেন সত্যিকারের মানুষ হয়ে ওঠে।
ডা.শফিকুর রহমান বলেন, আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোন জায়গায় বন্দি হওয়ার জন্য নয়। আমরা প্রস্তুত হয়েছি সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য। আমাদের দিকে কেউ লাল চোখে তাকালে সেটা আমরা বরদাস্ত করবো না। আমরা বিদেশি বন্ধু চাই প্রভু চাই না। আমরা সম মর্যাদার ভিত্তিতে বৈদেশিক সর্ম্পক রাখতে চাই।
তিনি আওয়ামীলীগ প্রসঙ্গে বলেন, তারা তিনটি নির্বাচনের নামে তান্ডব চালিয়েছে। তারা নির্বাচনে বিশ্বাস করে না। যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন। এখনও আওয়ামী সিন্ডিকেট দেশের বিভিন্ন স্থানে বসে আছে। কেউ কেউ বলছেন পুরাতন সিন্ডিকেট দখল করেছে নতুন সিন্ডিকেট। তাই আমরা নতুন-পুরাতন কোন সিন্ডিকেট দেখতে চাই না। দেশের মানুষের ওপর জুলুম বন্ধ করতে হবে। এব্যাপারে সরকার যদি উদ্যোগ নেয় আমরা সর্বচ্চো সহযোগিতা দেবো।
তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমরা একটি ঐক্যবদ্ধ দেশ চাই। যেখানে কোন ধরনের বিভাজন থাকবে না। আমরা আর টুকরো টুকরো জাতি চাই না, আমরা চাই ঐক্যবদ্ধ জাতি। এদেশে যারাই বসবাস করবেন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান আমরা সকলেই এদেশের গর্বিত নাগরিক। সকলের মর্যাদা ও অধিকার সমান। আমরা আর মাইনোরিটি-মেজরিটি শুনতে চাই না। আমরা সকলেই এখন এক জাতি। নারী-পুরুষ মিলে এক সঙ্গে এদেশকে গড়ে তুলবো।
ডা. শফিকুর রহমান আরো বলেন, পতিত আওয়ামী লীগ সরকার তাদের সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে যা দেশের জাতীয় বাজেটের ৫ গুন। তারা তাদের আমলে জামায়াতের নেতাকর্মীদের হত্যা, গুম, অপহরণ, বাড়িঘর অফিস আদালত লুট করে বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। শুধু জামায়াত নয় দেশ প্রেমিক প্রতিটি দল ও সাধারণ মানুষের উপরেও এমন নির্র্যাতন করেছে। তারা জামায়াতের নিবন্ধন বাতিল করেছে, জামায়াতকে নিষিদ্ধ করেছে। দেশের হাজারো আলেম ওলামাকে হ্যান্ডকাপ পড়িয়ে টেনে হিচড়ে জেলে নিয়ে গেছে। তিনি বলেন, ইজ্জত দেয়ার মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছে সম্মান দেন আবার প্রয়োজনে কেড়ে নেন। গণভবনে সেদিন রান্না হয়েছিল কিন্তু কপালে সেই খাবার লেখা ছিল না।
তিনি বলেন, আওয়ামী লীগ এই দেশের ১৮ কোটি মানুষকে প্রতিপক্ষ ভেবে নির্যাতন করেছে। মানুষের জন্য তাদের মায়া ভালোবাসা ছিলো না বলেই আন্দোলনের সময় নির্বিচারে ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছে। জামায়াত এই আন্দোলনের সকল শহীদদের বাড়িতে পৌঁছাতে চেষ্টা করেছে। সকল আহতদের পাশে সাধ্য মতো দাঁড়িয়েছে। অন্তবর্তি সরকারকে আরো আন্তরিকাতর সাথে আহতদের পাশে দাঁড়ানোর দাবী জানান। তিনি আশা করে দ্রততম সময়ে প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যার যার জায়গায় চলে যাবেন।
তিনি নাটোর প্রসঙ্গে বলেন, নাটোর জেলা কোন অপরাধ করেনি। তারপরও এখানে কোন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট নেই। আমরা বর্তমান সরকারের কাছে দাবী জানাচ্ছি অন্তত একটি প্রতিষ্ঠান নাটোরে গড়ে তুলে এ বঞ্চনার ইতি টানা হোক। আর ভবিষ্যতে মানুষের ভালোবাসায় জামায়াত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে নাটোরের জন্য কোন দাবী পাঠাতে হবে না, আমি নিজেই এসব দাবী করে গেলাম।
বিশাল কর্মী সমাবেশে সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ সাদেকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, নিবার্হী পরিষদ সদস্য মোবারক হোসেন।
মনিরুল ইসলাম/এমএস