ঢাকা ০৯:১১ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ওলমোর নিবন্ধন নিয়ে জটিলতায় বার্সেলোনা, অসন্তুষ্ট বার্সা কোচ

দানি ওলমো ছবিঃ সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কোচ হানসি ফ্লিক প্রকাশ্যে স্বীকার করেছেন যে, ‘দানি ওলমো ও পাউ ভিক্টোরের নিবন্ধন জটিলতা নিয়ে তিনি ‘খুশি নন’। ক্লাবের আর্থিক নীতিমালা সংক্রান্ত সমস্যার কারণে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ (লা লিগা) এই দুই খেলোয়াড়কে নতুন করে নিবন্ধন দিতে অস্বীকৃতি জানিয়েছে, যার ফলে তারা আপাতত দলের হয়ে খেলতে পারছেন না।

লা লিগার আর্থিক নীতিমালার শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় ৩১ ডিসেম্বরের মধ্যে বার্সেলোনা দুই খেলোয়াড়ের নিবন্ধন নিশ্চিত করতে পারেনি। এতে করে, তারা চলতি কোপা দেল রে’তেও দলের হয়ে মাঠে নামতে পারছেন না।

সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমি যদি সত্য বলি, তবে এই পরিস্থিতিতে আমি খুশি নই। খেলোয়াড়রাও খুশি নয়। তবে এটি মেনে নিতে হবে। ক্লাবের ওপর আমার আস্থা রয়েছে। আমি আমার কাজ করব, ক্লাব তাদের কাজ করবে।’

বার্সেলোনার জন্য এটি নতুন কিছু নয়। গত কয়েক বছরে, খেলোয়াড়দের বেতন কমানো, টেলিভিশন স্বত্ব বিক্রি এবং বোর্ডের সদস্যদের ব্যাংক গ্যারান্টির মাধ্যমে নতুন খেলোয়াড় নিবন্ধন করতে হয়েছে ক্লাবকে।

লা লিগার অর্থনৈতিক নিয়ম মেনে চলতে বার্সেলোনা এখন ১০০ মিলিয়ন ইউরো মূল্যের ভিআইপি বক্স বিক্রির পরিকল্পনা করছে, যা সফল হলে ওলমো ও ভিক্টোরের নিবন্ধন সম্ভব হতে পারে। তবে এখনও পর্যন্ত লা লিগা তাদের প্রস্তাব গ্রহণ করেনি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনে নতুন লাইসেন্সের আবেদন করেছে ক্লাব। কিন্তু নিয়ম অনুযায়ী, একই মৌসুমে একই ক্লাবে দুইবার নিবন্ধন করা সম্ভব নয়।

নিবন্ধিত না হলে দানি ওলমোর চুক্তিতে থাকা একটি শর্ত অনুযায়ী, তিনি ফ্রি ট্রান্সফারে অন্য ক্লাবে যোগ দিতে পারেন। তবে ওলমোর এজেন্ট জানিয়েছেন, এই মুহূর্তে তারা অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনা করছেন না।

ওলমোর এজেন্ট অ্যান্ডি বারা বলেন, ‘এই পরিস্থিতি দানির জন্য খুবই কঠিন, তবে সে শান্ত থাকার চেষ্টা করছে। সে বার্সেলোনার খেলোয়াড় এবং এখানেই থাকতে চায়। ক্লাবের প্রতি তার ভালোবাসা অনেক পুরোনো। প্রেসিডেন্ট লাপোর্তা এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোর ওপর আমাদের আস্থা আছে। আমরা বিশ্বাস করি, তারা একটি সমাধান খুঁজে বের করবে।’

এখন দেখার বিষয়, বার্সেলোনা কীভাবে এই জটিলতা সামাল দেয় এবং ওলমো-ভিক্টর কবে নাগাদ মাঠে ফিরতে পারেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

ওলমোর নিবন্ধন নিয়ে জটিলতায় বার্সেলোনা, অসন্তুষ্ট বার্সা কোচ

আপডেট সময় : ১০:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কোচ হানসি ফ্লিক প্রকাশ্যে স্বীকার করেছেন যে, ‘দানি ওলমো ও পাউ ভিক্টোরের নিবন্ধন জটিলতা নিয়ে তিনি ‘খুশি নন’। ক্লাবের আর্থিক নীতিমালা সংক্রান্ত সমস্যার কারণে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ (লা লিগা) এই দুই খেলোয়াড়কে নতুন করে নিবন্ধন দিতে অস্বীকৃতি জানিয়েছে, যার ফলে তারা আপাতত দলের হয়ে খেলতে পারছেন না।

লা লিগার আর্থিক নীতিমালার শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় ৩১ ডিসেম্বরের মধ্যে বার্সেলোনা দুই খেলোয়াড়ের নিবন্ধন নিশ্চিত করতে পারেনি। এতে করে, তারা চলতি কোপা দেল রে’তেও দলের হয়ে মাঠে নামতে পারছেন না।

সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমি যদি সত্য বলি, তবে এই পরিস্থিতিতে আমি খুশি নই। খেলোয়াড়রাও খুশি নয়। তবে এটি মেনে নিতে হবে। ক্লাবের ওপর আমার আস্থা রয়েছে। আমি আমার কাজ করব, ক্লাব তাদের কাজ করবে।’

বার্সেলোনার জন্য এটি নতুন কিছু নয়। গত কয়েক বছরে, খেলোয়াড়দের বেতন কমানো, টেলিভিশন স্বত্ব বিক্রি এবং বোর্ডের সদস্যদের ব্যাংক গ্যারান্টির মাধ্যমে নতুন খেলোয়াড় নিবন্ধন করতে হয়েছে ক্লাবকে।

লা লিগার অর্থনৈতিক নিয়ম মেনে চলতে বার্সেলোনা এখন ১০০ মিলিয়ন ইউরো মূল্যের ভিআইপি বক্স বিক্রির পরিকল্পনা করছে, যা সফল হলে ওলমো ও ভিক্টোরের নিবন্ধন সম্ভব হতে পারে। তবে এখনও পর্যন্ত লা লিগা তাদের প্রস্তাব গ্রহণ করেনি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনে নতুন লাইসেন্সের আবেদন করেছে ক্লাব। কিন্তু নিয়ম অনুযায়ী, একই মৌসুমে একই ক্লাবে দুইবার নিবন্ধন করা সম্ভব নয়।

নিবন্ধিত না হলে দানি ওলমোর চুক্তিতে থাকা একটি শর্ত অনুযায়ী, তিনি ফ্রি ট্রান্সফারে অন্য ক্লাবে যোগ দিতে পারেন। তবে ওলমোর এজেন্ট জানিয়েছেন, এই মুহূর্তে তারা অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনা করছেন না।

ওলমোর এজেন্ট অ্যান্ডি বারা বলেন, ‘এই পরিস্থিতি দানির জন্য খুবই কঠিন, তবে সে শান্ত থাকার চেষ্টা করছে। সে বার্সেলোনার খেলোয়াড় এবং এখানেই থাকতে চায়। ক্লাবের প্রতি তার ভালোবাসা অনেক পুরোনো। প্রেসিডেন্ট লাপোর্তা এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোর ওপর আমাদের আস্থা আছে। আমরা বিশ্বাস করি, তারা একটি সমাধান খুঁজে বের করবে।’

এখন দেখার বিষয়, বার্সেলোনা কীভাবে এই জটিলতা সামাল দেয় এবং ওলমো-ভিক্টর কবে নাগাদ মাঠে ফিরতে পারেন।

কেকে