রাজধানীর সরকারি তিতুমীর কলেজে বিজয় মাস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রচনার বিষয়বস্তু ছিল: “একাত্তর থেকে চব্বিশ: বিজয়ের রূপরেখা”।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. রুহুল কুদ্দুস মল্লিক। উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি তাওসিফ মাইমুন, বর্তমান সভাপতি সাহেদুজ্জামান সাকিব , সাধারণ সম্পাদক মামুনুর রশিদ , অর্থ সম্পাদক মিয়া আমিরুল ইসলাম , নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার , কার্যনির্বাহী সদস্য শফিক খান এবং শুভাকাঙ্ক্ষীরা।
অনুষ্ঠানে শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই আয়োজন আমাদের একাত্তর থেকে চব্বিশের বিপ্লবকে তুলে ধরেছে। তোমরা এ ধরনের সৃজনশীল কাজে বেশি বেশি অংশগ্রহণ করবে, এতে তোমাদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে।তিনি আরও বলেন, এই রচনায় চব্বিশের ১৩ দফা থেকে এক দফার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সুন্দরভাবে উঠে এসেছে।
প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ সেশনের আইনুন নাহার খানম এবং ইংরেজি বিভাগের ২০২০-২০২১ সেশনের জান্নাতুল ফেরদৌস লিমা । দ্বিতীয় স্থান অধিকার করেন ইংরেজি বিভাগের ২০২০-২০২১ সেশনের রুবাইয়া সুলতানা , এবং তৃতীয় স্থান অধিকার করেন ইংরেজি বিভাগের ২০২২-২০২৩ সেশনের ভাবনা আক্তার । এছাড়া, অংশগ্রহণকারী সকলের মধ্যে সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়।