সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, কৃত্রিম হৃৎপিণ্ড ব্যবহার করা রোগীদের একাংশের মূল হৃৎপিণ্ডের পেশী পুনরুৎপাদন করতে পারে। যা সুদূর ভবিষ্যতে হার্ট ফেইলিউর নিরাময় করে চিকিৎসাসেবার নতুন দ্বার উন্মুক্ত করতে পারে।
গবেষণাটি ইউনিভার্সিটি অব এরিজোনা কলেজ অব মেডিসিন ও সার্ভের হার্ট সেন্টারের গবেষকেরা সম্মিলিতভাবে করেছে। এর ফলাফল সার্কুলেশন জার্নালে প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের তথ্যমতে, শুধু দেশটিতেই প্রতি বছর প্রায় ৭০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের হার্ট ফেইলিয়র হয়ে থাকে। যাদের শতকরা ১৪ ভাগের মৃত্যু পর্যন্ত হয়।
বর্তমানে হার্ট ফেইলিউরের তাৎক্ষণিক পূর্ণ কোনো চিকিৎসা নেই। এ ক্ষেত্রে ট্রান্সপ্ল্যান্ট বাদে উন্নত চিকিৎসা বলতে আর্টিফিশিয়াল হৃৎপিণ্ডের মাধ্যমে পাম্প রিপ্লেসমেন্ট করা হয়। এটিকে লেফট ভেন্টিকুলার অ্যাসিস্ট ডিভাইস বলে; যা হৃদপিণ্ডে রক্ত পাম্প করতে সহায়তা করে।
সার্ভের হার্ট সেন্টারের ডিরেক্টর হেশাম সাদেক বলেন, দেহের সাধারণ পেশিগুলো ক্ষতিগ্রস্ত হলে তা পুনরুৎপাদন হয়। একজন ফুটবল খেলোয়াড়ের পেশি ছিঁড়ে গেলে বিশ্রামে থাকলে সেটি আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। কিন্তু হৃৎপিণ্ডের পেশি ক্ষতিগ্রস্ত হলে সেটি সাধারণভাবে আর পুনরুৎপাদন হয় না। এমনটি করার জন্য আমাদের কাছে কোনো চিকিৎসাও নেই।
এ ক্ষেত্রে হেশাম সাদেকের গবেষণার উদ্দেশ্যই ছিল হৃৎপিণ্ডের পেশি পুনরুৎপাদনের উপায় খুঁজে বের করা। এতে অর্থায়ন করে লিডাক্ট ফাউন্ডেশন ট্রান্সআটলান্টিক নেটওয়ার্ক অফ এক্সিলেন্স প্রোগ্রাম।
গবেষণায় দেখা যায়, কৃত্রিম হৃৎপিণ্ড থাকা রোগীদের পেশিকোষগুলো সুস্থ হৃৎপিণ্ডের তুলনায় ছয় গুণ দ্রুত পুনর্জন্ম নেয়। হেশাম সাদেক বলেন, এটা খুবই শক্তিশালী একটি প্রমাণ। অর্থাৎ, মানুষের হৃৎপিণ্ডের পেশি যে পুনরুৎপাদন সম্ভব, সেটি দেখা যাচ্ছে। এটি বেশ আকর্ষণীয় ফলাফল।
সাদেক ও সার্ভের হার্ট সেন্টারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে যে, ঠিক কীভাবে হার্ট ফেইলিয়রের ভালো চিকিৎসাপদ্ধতি বের করা যায়। এর আগেও সাদেক হৃদপিণ্ডের পেশির পুনর্জন্ম নিয়ে বিস্তর গবেষণা করেছিলেন।
২০১৪ সালে প্রকাশিত একটি গবেষণাতেও কৃত্রিম হৃৎপিণ্ড থাকা রোগীদের কোষ বিভাজন থেকে দেখা যায়, অঙ্গটির পেশি হয়তো পুনরুৎপাদন করা সম্ভব। এতে করে সম্ভাবনা তৈরি হয়েছে যে, কৃত্রিম হৃৎপিণ্ড থাকা রোগীদের একাংশের সাধারণ পেশির মতো মূল হৃৎপিণ্ডের পেশির পুনরুদপাদন হতে পারে এবং এক পর্যায়ে কৃত্রিম হৃৎপিণ্ডের ডিভাইসটি সরিয়ে ফেলা যেতে পারে।
হেশাম সাদেক বলেন, এই সময়টাতে দেহের হৃৎপিণ্ডকে বাইপাস করে রক্ত পাম্প করা হয়। তখন মূল ক্ষতিগ্রস্ত হৃৎপিণ্ড বিশ্রামে থাকে। আর এতে করে অঙ্গটির পুনর্গঠনের সুযোগ পায়।
তবে হেশাম সাদেক এবার দেখতে চান যে, গবেষণায় কেন শতকরা ২৫ ভাগ রোগীদের কৃত্রিম হৃৎপিণ্ডের ক্ষেত্রে পুনরুৎপাদনের বিষয়টি দেখা গেছে এবং বাকিদের ক্ষেত্রে তা হয়নি। কেননা এই বিষয়টি এখনো পরিষ্কার ধারণা লাভ সম্ভব হয়নি।
কেকে