রাজধানী সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মোঃ মাজেদুর রহমান একটি বিরল রোগে আক্রান্ত হয়েছেন। তথ্য মতে, তিনি গুলেন-ব্যারে সিনড্রোম (জিবিএস) রোগে আক্রান্ত।
জানা যায়, মাজেদুর কলেজটির বাংলা বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ রোভার স্কাউটের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি রাজধানীর আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জিবিএস সম্পর্কে পাওয়া তথ্য মতে, এ রোগের ফলে শরীরে স্নায়ু বা নার্ভ, যেটাকে আমরা বলি রগ অথবা শিরা, সেই স্নায়ুর একটি নির্দিষ্ট অংশের বিরুদ্ধে নিজেরই শরীর একটি প্রতিরোধ তৈরি করে। এর মাধ্যমে শরীরের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ নিজের স্নায়ু নিজের শরীরের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়। এভাবে স্নায়ুর একটি নির্দিষ্ট অংশ নষ্ট হয়ে যেতে পারে।
নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. মো. মামুনুর রশিদের তথ্য মতে, জিবিএস আক্রান্ত রোগীদের ওজন অনুযায়ী নির্দিষ্ট ভ্যাকসিন প্রয়োজন হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। মাজেদুরের চিকিৎসায় প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন হবে।
মাজেদের বড় ভাই মেহেদী হাসান জানান, মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হই যে মাজেদ জিবিএসে আক্রান্ত। আমাদের বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং পরিবারের সদস্য সংখ্যা নয়জন। এর আগে, নভেম্বরে আমার বোন আইসিইউতে ছিলেন। এই অবস্থায় মাজেদের চিকিৎসার খরচ বহন করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব।
এ বিষয়ে তিতুমীর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কামরুন নাহার বলেন, মাজেদ আমাদের কলেজের সন্তান। যেহেতু তার চিকিৎসার ব্যয় অনেক বেশি, তাই শিক্ষার্থীদের পক্ষ থেকে সহযোগিতা করা হলে সেটি অনেক বড় সহায়তা হবে।
অন্যদিকে, কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল বলেন, আমি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। তবে এ বিষয়ে আগামীকাল শিক্ষকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মাজেদের পরিবারের পাশে দাঁড়াতে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন।
ক্যাম্পাস প্রতিনিধিঃ আফরোজা আক্তার আঁখি
বিকাশ (পার্সোনাল): 01866988747
নগদ (পার্সোনাল): 01768406843
ব্যাংক অ্যাকাউন্ট:
অ্যাকাউন্ট নম্বর: 20503116700152700
নাম: মো. মেহেদী হাসান
ব্যাংক: ইসলামী ব্যাংক, মতিঝিল শাখা