ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে মহান বিজয় দিবস পালিত

ছবিঃ সংগৃহীত

যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার বেলা ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি উদ্বোধনের পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলা’য় গিয়ে সমবেত হয়। মহান মুক্তিযুদ্ধে বীর শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ, হল, পরিষদ, ফোরাম, সাংবাদিক সংগঠন, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে শহীদ জিয়াউর রহমান স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিবস উপলক্ষে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদসহ সকল হল মসজিদে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা আলোকসজ্জিত করা হয় এবং আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয়।

ইরফান উল্লাহ্/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে মহান বিজয় দিবস পালিত

আপডেট সময় : ০৬:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার বেলা ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি উদ্বোধনের পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলা’য় গিয়ে সমবেত হয়। মহান মুক্তিযুদ্ধে বীর শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্ত বাংলায় পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ, হল, পরিষদ, ফোরাম, সাংবাদিক সংগঠন, ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে শহীদ জিয়াউর রহমান স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিবস উপলক্ষে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদসহ সকল হল মসজিদে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা আলোকসজ্জিত করা হয় এবং আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয়।

ইরফান উল্লাহ্/এমএস