মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হয়েছে একটি প্রীতি ফুটবল ম্যাচ।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় কলেজ মাঠে আয়োজিত খেলায় লাল দল বনাম সবুজ দল অংশগ্রহণ করে।
আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলাটি শেষ হয় ৩-২ গোলে।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন ও উপভোগ করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল এবং উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল বলেন, ফুটবল ম্যাচ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের এমন উৎসবমুখর পরিবেশ দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমি দুটি দলের খেলোয়াড়দের শুভকামনা জানাই।
উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, বর্তমান সময়ে মোবাইল নির্ভর জীবনের বাইরে এসে শিক্ষার্থীরা এমন সুন্দর খেলাধুলায় অংশগ্রহণ করছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমি ফুটবল দলগুলোর প্রতি শুভকামনা জানাই এবং বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিলেও ভালো করবে।
মোঃ রাব্বি / এ এস