ডেঙ্গু মোকাবিলায় সরকার দুই ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সদর জেনারেল হাসপাতাল ও শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে দফায় দফায় আলোচনাসহ জুম কনফারেন্সের মাধ্যমে সারা দেশে স্বাস্থ্য বিভাগকে যথাযথ দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে পরীক্ষা নিরীক্ষাসহ পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি মশা নিধনেও সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। সেই লক্ষ্যে সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রণে কাজ করবে। এ বিষয়ে আজকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভা হবে। আশা করছি অচিরেই দেশের ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে।
নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতাল ৫০০ শয্যায় রূপান্তর করতে অবকাঠামোগত উন্নয়নের কাজ শেষপর্যায়ে আছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান, এখানে আধুনিক প্রযুক্তি ও মেশিনপত্র ব্যবহারের মাধ্যমে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুব্যবস্থাসহ উন্নত চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এ সময় নারায়ণগঞ্জ সিভিল সার্জন মশিউর রহমানসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেকে