সরকারি তিতুমীর কলেজ রাজধানী ঢাকার মহাখালীতে মহাখালীতে অবস্থিত একটি প্রাচীন ঐতিহ্যবাহী কলেজ যেখানে বাংলাদেশের সর্বাধিক শিক্ষার্থী পড়াশোনা করেন।
অনেককিছু থাকা না থাকার ভীড়েও সবকিছুই আছে এই প্রতিষ্ঠানে তবুও যেন উঁকি দেয় সাংবাদিকতার মতো বিশেষ সাবজেক্টের শূন্যতা। তবে এবার দেখা মিললো ভিন্ন ঘটনার । শিক্ষার্থীদের ফটোগ্রাফার হওয়ার অনুপ্রেরণা জোগাতে কলেজের দেয়ালে হওয়ার গ্রাফিতিটি এঁকেছে তিতুমীর ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা এবং সেখানে লেখা হয়েছে মহামূল্যবান এক সংলাপ ফটোগ্রাফ এমন একটি ভাষা যেটা পৃথিবীর সকল দেশ বুঝে ।
সাংবাদিকতার যতগুলো ক্যাটাগরি আছে তার মধ্যে ফটোসাংবাদিকতা অন্যতম প্রধান। কোন কোন ক্ষেত্রে একটি ফটো পুরো একটি গল্পের বর্ণনা দেওয়ার জন্য যথেষ্ট ।
আমেরিকায় ফটো সাংবাদিকতার জন্ম হলেও বর্তমানে তা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী ।
সামাজিক পটপরিবর্তনে ফটো সাংবাদিকদের অবদান অপরিসীম, যেমন ধরেন সাইমন ড্রিং এর কথাই বলা যাক যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জীবনের ঝুঁকি নিয়ে পাক-হানাদার বাহিনীর চালানো ধ্বংসযজ্ঞের চিত্র তুলে পত্রিকায় ছাপানোর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বে জনমত গঠন করতে সক্ষম হয়েছিলেন।
আবার অন্যদিকে যুগের পর যুগ ধরে ইসরায়েলের আগ্রাসনী হামলার শিকার হচ্ছে ফিলিস্তিনের জনগণ কিন্তু পশ্চিমা বিশ্বের জনসাধারণের কাছে সেগুলো খুব কমই তুলে ধরা হয়, যার জন্য আজ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে শক্ত কোন জনমত গঠন করা সম্ভব হয়নি।
ফটোগ্রাফির মাধ্যমে যেমন মানুষের সুখ-দুঃখের গল্প তুলে ধরা ঠিক তেমনি তুলে ধরা হয় জীব বৈচিত্র্য, ইতিহাস-ঐতিহ্য সহ আরও অনেককিছু।
এবং প্রথম বাংলাদেশী হিসেবে মোহাম্মদ পনির হোসেন সাংবাদিকতার সবচেয়ে দামী পুরস্কার বা সাংবাদিকতার নোবেল খ্যাত “পুলিৎজার পুরস্কার” টি ২০১৮ সালে জিতেছিলেন কিন্তু ফটোগ্রাফির জন্যই; যেটি দেওয়া হয়ে থাকে যুক্তরাষ্ট্র থেকে।
ওমর ফারুক