ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) ক্লাস শুরু হবে আগামীকাল শনিবার। নবীনদের আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। তাদেরকে বরণ করে নিতে ক্যাম্পাসকে সাজিয়ে তোলা হচ্ছে আলপনার রঙে। আর স্ব-উদ্যোগে এ আলপনার কাজ করছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন অভয়ারণ্য। তারা আপন মনে রং তুলিতে রাঙিয়ে তুলছেন বিশ্ববিদ্যালয়ের মেইন গেইট , সব ফ্যাকাল্টি গেইট সহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা।
আল্পনাতে ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চিত্র ও বর্তমান ব্যাচ গুলোর নাম ,যাতে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত ব্যাচেগুলোর পরিচয় পেতে পারে। এই আল্পনা কাজের স্পন্সর করেছে গ্রিন আর্কিটেক্ট। অভয়ারণ্যের অভয়দের সাথে সার্বিক সহযোগিতা করেছে চারুকলা বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীরা বলেন, আমাদের বরণ করে নিতে আমাদের সিনিয়রাও ক্যাম্পাসে আল্পনা একে সাজিয়েছিলেন, ফুল দিয়ে বরণ করেছিলেন, মিষ্টিমুখ করিয়েছিলেন এবং উপহার দিয়েছিলেন। ক্যাম্পাসকে নবরূপে রূপায়িত করছে এটা দেখে আমাদেরও ভালো লাগছে। দেখে মনে হয় ১৭৫ একরের এই ক্যাম্পসটা প্রাণ ফিরে পেয়েছে। যারা নিজেদের অর্থায়নে এতো কষ্ট করে ক্যাম্পাসটা সাজিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।
অভয়ারণ্যের সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন , ‘ আমরা নবীনদের বরণ করতেই রঙ দিয়ে সাজাচ্ছি এই বিশ্ববিদ্যালয়। আমরা চেষ্টা করছি প্রতিটি ভবনের সামনে এবং মেইন গেইট সাজাতে। তাছাড়া নামকরণ করা হয়েছে এমন ৭ টি ব্যাচের নামও আমরা লিখেছি যাতে নবীনরা তাদের আগের ব্যাচের সাথেও পরিচয় হতে পারে। আমরা চাই নবীন শিক্ষার্থীরা চরম আত্মনির্ভরতা এবং উৎফুল্লতার সাথে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন এই রঙিন রাস্তা দিয়ে শুরু করুক’
উল্লেখ্য, এই বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টিতে আগামীকাল বিভাগ কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত হবে।
ইরফান উল্লাহ