কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ কৃর্তক আয়োজিত কোরআন ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত আজ বিকাল ৫টায়।
এতে সভাপতিত্বে করেন কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন দশপাড়া কামিল মাদরাসা প্রধান মুহাদ্দিস মাওলানা শরীফ মোহাম্মদ রোকন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্ট্রাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ ফজলুল হক লিটন, আরো বক্তব্য রাখেন কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সেক্রেটারি আই.আর.আশিক আহাম্মদ শাহীন।
প্রধান আলোচক তার বক্তব্য বলেন, কোরআন পড়া প্রত্যেক মানুষের উপর ফরজ। পিতার মাতার উচিত সন্তানদের সঠিক কোরআন শিক্ষার ব্যবস্থা করা। কোরআনের আলোকে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য সবাইকে আহবান জানান।
মো: মীর মারুফ তাসিন/এমএস