কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আগামীকাল কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়ার উপজেলা শিদলাই কলেজ মাঠে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলের সভাপতিত্বে করবেন মো: আলাউদ্দিন।
কোরআন ও হাদীস থেকে তাফসীর পেশ করবেন বাদ মাগরিব মোল্লা নাজিম উদ্দিন, অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম, বাদ এশা ইসলামী সংগীত পরিবেশন করবেন কবির বিন সামাদ, বাদ আসর তাফসীর পেশ করবেন মিজানুর রহমান আতিকী,বাদ যোহর তাফসীর পেশ করবেন মুফতি এনামুল হক আজাদী, মুফতি আব্দুল কাইয়ুম মজুমদার, হাফেজ জসিম উদ্দিন (চাঁদপুরী)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা দ: জেলা বিএনপি ও ব্রাক্ষণপাড়া উপজেলা সভাপতি হাজী জসিম উদ্দিন।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি ড. মোবারক হোসেন।
কুরআন তেলাওয়াত করবেন হাফেজ ক্বারী কাউছার আল হামিদ।
সার্বিক ব্যবস্থাপনা থাকবেন শিল্পী মোহাম্মদ হোসেন উল্লাহ সুজন প্রমুখ।
মো মীর মারুফ তাসিন