ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নির্বিঘ্নে পূজা উদযাপন করুন : উপদেষ্টা নাহিদ ইসলাম

ছবিঃ সংগৃহীত

ডেস্ক রিপোর্ট

সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দূর্গা পূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ভবিষ্যতে আরও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করা হবে উল্লেখ করে নাহিদ বলেন, পূজা উৎসব আয়োজনে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

দুর্গাপূজা উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ।

নাহিদ বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব দুর্গাপূজা। এ পূজা যেন নির্বিঘ্নে আয়োজন করা যায় সেজন্য সরকার সর্বাত্মক ব্যবস্থাগ্রহণ করেছে। মানুষ নির্বীঘ্নে তার ধর্ম চর্চা করবে। সকল ধর্ম বর্ণের মানুষ মিলেই আমাদের এই বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হয়েছে, তাদের সম্পদ লুট করা হয়েছে। তাদের ওপর হামলা করা হয়েছে কিন্তু তারা কোন বিচার পায়নি কারণ যারা বিচার করবে তারাই এ হামলার সাথে জড়িত ছিল। ক্ষমতায় যারা থাকে তারা যদি কোনো জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।

উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর অনাকাঙ্খিতভাবে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর যে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে তার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হবে। সে লক্ষ্যে বিচারের প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। আমরা মনে করি এই ধরনের ঘটনার কঠিনতম বিচারের দৃষ্টান্ত যদি আমরা সমাজের স্থাপন করতে না পারি তাহলে এই ঘটনাগুলো কমবে না। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হিন্দু ধর্মাবলম্বী ভাইদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। যার যেটা প্রাপ্য এবং আপনাদের সম্পদ ফিরিয়ে দেওয়া সরকারের কর্তব্য। পাশাপাশি আমরা আপনাদের সহযোগিতা কামনা করি যাতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে।

নাহিদ আরও বলেন, আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, মন্দির ভেঙে, প্রতিমা ভেঙ্গে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় কিছু পক্ষ। সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এসব বিষয় আমরা খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছি। আমরা এসব বিষয়ে খুবই কঠোর অবস্থানে আছি।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

নির্বিঘ্নে পূজা উদযাপন করুন : উপদেষ্টা নাহিদ ইসলাম

আপডেট সময় : ১১:৪১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

ডেস্ক রিপোর্ট

সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দূর্গা পূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। ভবিষ্যতে আরও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করা হবে উল্লেখ করে নাহিদ বলেন, পূজা উৎসব আয়োজনে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

দুর্গাপূজা উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ।

নাহিদ বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব দুর্গাপূজা। এ পূজা যেন নির্বিঘ্নে আয়োজন করা যায় সেজন্য সরকার সর্বাত্মক ব্যবস্থাগ্রহণ করেছে। মানুষ নির্বীঘ্নে তার ধর্ম চর্চা করবে। সকল ধর্ম বর্ণের মানুষ মিলেই আমাদের এই বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হয়েছে, তাদের সম্পদ লুট করা হয়েছে। তাদের ওপর হামলা করা হয়েছে কিন্তু তারা কোন বিচার পায়নি কারণ যারা বিচার করবে তারাই এ হামলার সাথে জড়িত ছিল। ক্ষমতায় যারা থাকে তারা যদি কোনো জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।

উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর অনাকাঙ্খিতভাবে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর যে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে তার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হবে। সে লক্ষ্যে বিচারের প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। আমরা মনে করি এই ধরনের ঘটনার কঠিনতম বিচারের দৃষ্টান্ত যদি আমরা সমাজের স্থাপন করতে না পারি তাহলে এই ঘটনাগুলো কমবে না। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হিন্দু ধর্মাবলম্বী ভাইদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। যার যেটা প্রাপ্য এবং আপনাদের সম্পদ ফিরিয়ে দেওয়া সরকারের কর্তব্য। পাশাপাশি আমরা আপনাদের সহযোগিতা কামনা করি যাতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকে।

নাহিদ আরও বলেন, আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, মন্দির ভেঙে, প্রতিমা ভেঙ্গে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় কিছু পক্ষ। সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এসব বিষয় আমরা খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছি। আমরা এসব বিষয়ে খুবই কঠোর অবস্থানে আছি।