দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। বাংলাদেশে ধর্ষণ আজ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। জাতির বিবেক সাংবাদিকরা ধর্ষিতার ছবি নির্বিঘ্নে প্রকাশ করলেও ধর্ষকের ছবি প্রচারের ক্ষেত্রে বিভিন্ন ভাবে ছলচাতুরী করছে।
দেশব্যাপী সকল ধর্ষনের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ ১২মার্চ’২৫ রোজ বুধবার দুপুর ২টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরীর উদ্যোগে কুমিল্লা নগরস্থ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুসাইন আহমাদ শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতি সামসুদ্দোহা আশ্রাফী।
প্রধান অতিথি আরও বলেন, আমরা মনে করি, বর্তমান বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণ ও সকল প্রকার অনৈতিকতা নির্মূল করা সম্ভব।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা জেলা উত্তরের সাধারন সম্পাদক জনাব আলী হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার উপদেষ্টা এম এম বিলাল হুসাইন, সহ-সভাপতি মাওলানা এনামুল হক মজুমদার,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সদ্য সাবেক সভাপতি মাওলানা নাজির আহমাদ ফাহিম,সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফুল্লাহ,যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম মিয়াজি
মানববন্ধনে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন বিচারহীনতা এবং বিচার পেতে লম্বা সময় অপেক্ষা করার কারণেই দেশব্যাপী অন্যায়, অবিচার, জুলুম ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ দিনদিন বেড়েই চলছে। সরকারকে অবশ্যই ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করতে হবে।
মানববন্ধে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি ইয়াছিন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক ইউছুফ ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আ আল মেহেদী, দাওয়া সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মাহাদী হাসান সাদী,প্রকাশনা ও দফতর সম্পাদক তাওহিদুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক নাজিম উদ্দীন, বিশ্ববিদ্যালয় সম্পাদক গোফরান উদ্দিন, কওমী মাদরাসা সম্পাদক যোবায়ের আশরাফী,আলীয়া মাদরাসা সম্পাদক কাঈফ বিন হাবিব, স্কুল ও কলেজ সম্পাদক আনোয়ার হুসাইন, সাহিত্য সংস্কৃতির সম্পাদক শাহরিয়ার হুসাইন, কার্যনির্বাহী সদস্য সামিন রেজা সহ প্রমূখ নেতৃবৃন্দ।
এমএস