ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১০৯ এতিমসহ ৩০০ শহীদ পরিবারের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

  • ঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলেন শহীদ হওয়া ৩০০ পরিবারকে ১ লক্ষ করে টাকা সহায়তা করল আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মধ্যে ১০৯ জন এতিমও রয়েছেন।

২৯ অক্টোবর রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ৩০০ শহীদ পরিবারকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। এর মধ্যে এতিম পরিবার ছিল ১০৯ টি, সাধারণ পরিবার ১৮৯ টি এবং হিন্দু পরিবার ২ টি। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। এরপর কয়েকটি শহীদ পরিবারের স্বজনদের অনুভূতি শোনা হয়। অনুভূতি প্রকাশকারীদের বেশ কয়েকজন ছিল সদ্য পিতাহারা অপ্রাপ্ত বয়স্ক এতিম শিশু। এ সময় মিলনায়তনের পরিবেশ ভারী হয়ে ওঠে।

সভাপতির বক্তব্যে শায়খ আহমাদুল্লাহ শহীদ-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।

সবশেষে ৩০০ পরিবারের প্রত্যেকের কাছে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনে আহত ১৪৬৯ জনকে ইতোপূর্বে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

শাহাদাত হোসেন রাফিদ/এমএস

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

১০৯ এতিমসহ ৩০০ শহীদ পরিবারের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন

আপডেট সময় : ১০:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলেন শহীদ হওয়া ৩০০ পরিবারকে ১ লক্ষ করে টাকা সহায়তা করল আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মধ্যে ১০৯ জন এতিমও রয়েছেন।

২৯ অক্টোবর রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ৩০০ শহীদ পরিবারকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। এর মধ্যে এতিম পরিবার ছিল ১০৯ টি, সাধারণ পরিবার ১৮৯ টি এবং হিন্দু পরিবার ২ টি। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। এরপর কয়েকটি শহীদ পরিবারের স্বজনদের অনুভূতি শোনা হয়। অনুভূতি প্রকাশকারীদের বেশ কয়েকজন ছিল সদ্য পিতাহারা অপ্রাপ্ত বয়স্ক এতিম শিশু। এ সময় মিলনায়তনের পরিবেশ ভারী হয়ে ওঠে।

সভাপতির বক্তব্যে শায়খ আহমাদুল্লাহ শহীদ-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।

সবশেষে ৩০০ পরিবারের প্রত্যেকের কাছে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনে আহত ১৪৬৯ জনকে ইতোপূর্বে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

শাহাদাত হোসেন রাফিদ/এমএস