ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাবি শিবিরের সাইকেল র‍্যালি

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভবন অভিমুখে সাইকেল র‌্যালি করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। আজ ‘৩৬ জুলাই’ (৫ আগস্ট) ভোর ৫টার দিকে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জাতীয় রাজনীতিতে ৫ আগস্টের তাৎপর্য স্মরণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে র‌্যালিটি আয়োজন করা হয় বলে জানায় ঢাবি শিবির। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণভবনে গিয়ে আবার অন্য সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বাংলাদেশ ও মজলুম ফিলিনিস্তের পতাকা বহন, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন র‌্যালিতে অংশগ্রহণকারীরা। এই র‌্যালির মধ্য দিয়ে দিয়ে ঢাবি শিবিরের তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হলো।

শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, আজকের দিনটি আমাদের আজাদের দিন, মুক্তির দিন। সে উপলক্ষেই আমরা এই সাইকেল র‍্যালির আয়োজন করেছি এবং তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেছে।

তিনি আরও বলেন, গত বছর যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উড়েছিল। আজও আমরা সেই চেতনা ও আবেগ ফিরিয়ে আনতে চাই। আমাদের স্বাধীনতা এসেছে শহীদদের রক্তের বিনিময়ে, কিন্তু ফিলিস্তিন এখনো আজাদ নয়। আমরা বিশ্বাস করি, খুব শিগগির ফিলিস্তিনেও আজাদির পতাকা উড়বে, ইনশাআল্লাহ।

র‌্যালিতে ঢাবি শিবিরের সাবেক প্রচার সম্পাদক আসিফ আব্দুল্লাহ, হোসাইন আহমাদ জোবায়ের, বর্তমান সভাপতি এস এম ফরহাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমান ও প্রচার সম্পাদক মেফতাহুল মারুফসহ অন্য নেতারা অংশ নেন।

কেকে

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

সিভিল সার্জন কার্যালয়ে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৫৫

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাবি শিবিরের সাইকেল র‍্যালি

আপডেট সময় : ১০:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভবন অভিমুখে সাইকেল র‌্যালি করেছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। আজ ‘৩৬ জুলাই’ (৫ আগস্ট) ভোর ৫টার দিকে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জাতীয় রাজনীতিতে ৫ আগস্টের তাৎপর্য স্মরণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে র‌্যালিটি আয়োজন করা হয় বলে জানায় ঢাবি শিবির। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণভবনে গিয়ে আবার অন্য সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।

এ সময় বাংলাদেশ ও মজলুম ফিলিনিস্তের পতাকা বহন, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন র‌্যালিতে অংশগ্রহণকারীরা। এই র‌্যালির মধ্য দিয়ে দিয়ে ঢাবি শিবিরের তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হলো।

শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম বলেন, আজকের দিনটি আমাদের আজাদের দিন, মুক্তির দিন। সে উপলক্ষেই আমরা এই সাইকেল র‍্যালির আয়োজন করেছি এবং তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেছে।

তিনি আরও বলেন, গত বছর যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উড়েছিল। আজও আমরা সেই চেতনা ও আবেগ ফিরিয়ে আনতে চাই। আমাদের স্বাধীনতা এসেছে শহীদদের রক্তের বিনিময়ে, কিন্তু ফিলিস্তিন এখনো আজাদ নয়। আমরা বিশ্বাস করি, খুব শিগগির ফিলিস্তিনেও আজাদির পতাকা উড়বে, ইনশাআল্লাহ।

র‌্যালিতে ঢাবি শিবিরের সাবেক প্রচার সম্পাদক আসিফ আব্দুল্লাহ, হোসাইন আহমাদ জোবায়ের, বর্তমান সভাপতি এস এম ফরহাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমান ও প্রচার সম্পাদক মেফতাহুল মারুফসহ অন্য নেতারা অংশ নেন।

কেকে