মো মীর মারুফ তাসিন,কুমিল্লা জেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অফ কুমিল্লা সিটি ও কুমিল্লা সিটি কর্পোরেশন-এর যৌথ উদ্যোগে ভিটামিন-এ ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। কুমিল্লার পূবালী চত্বরে দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে অসংখ্য শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়, যা শিশুদের অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে এপেক্স ক্লাব অফ কুমিল্লা সিটি-এর প্রেসিডেন্ট এপেক্সিয়ান মু. আবুল কালাম (রাসেল)-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এন ই ডি এপেক্সিয়ান ওয়ালিউল্লাহ রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন—
সাবেকএনইএস এপেক্সিয়ান আব্দুল হাই শরীফ,এপেক্স ক্লাব অফ সিল্ক ওয়ে-এর প্রেসিডেন্ট চৌধুরী মুহাম্মদ আহাদ,ন্যাশনাল অফিসিয়াল এবং পাস্ট প্রেসিডেন্ট কেফায়েত উল্লাহ মজুমদার,পাস্ট প্রেসিডেন্ট তৌহিদ হোসেন সরকার ,পাস্ট প্রেসিডেন্ট ফেরদৌস আলম দুলাল,পাস্ট প্রেসিডেন্ট গোলাম মোহাম্মাদ সামদানি,সিনিয়র প্রেসিডেন্ট মাইনউদ্দিন,এপেক্সিয়ান মীর মারুফ তাসিন এবং কাজী জাহিদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ভিটামিন-এ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বলেন, শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত জরুরি। তারা কুমিল্লা সিটি কর্পোরেশনের সহযোগিতায় ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।
ক্যাম্পেইন চলাকালীন অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তারা সন্তানের স্বাস্থ্যসুরক্ষায় এই উদ্যোগকে স্বাগত জানান। এপেক্স ক্লাব অফ কুমিল্লা সিটি-এর সদস্যরা স্বেচ্ছাসেবী হিসেবে পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ভবিষ্যত পরিকল্পনা
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতে আরও বৃহৎ আকারে স্বাস্থ্য সচেতনতা ও সেবা কার্যক্রম পরিচালনা করবে, যাতে সমাজের আরও বেশি মানুষ উপকৃত হতে পারে।
এমএস