ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র লাইলাতুল কদর ২৭ মার্চ

ছবি : সংগৃহীত

রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এলো রমজান। শনিবার দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। ফলে শুরু হলো বরকতময় মাস। আত্মার পরিশুদ্ধি ও তাকওয়া অর্জনে এ মাসজুড়ে সিয়াম (রোজা) পালনের পাশাপাশি বেশি বেশি কুরআন তেলাওয়াতসহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ মাসে আহ্বান থাকে পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ ও সংঘাত পরিহার এবং জীবনের সর্বত্র পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের।

শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আ ফ ম খালিদ হোসেন চাঁদ দেখার তথ্য জানান। এ সময় আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে বলেও জানান তিনি।

এদিকে চাঁদ দেখার পর শনিবার দেশের মসজিদগুলোতে এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসলি­রা। প্রথম দিনে মুসলি­রা উৎসবমুখর পরিবেশে তারাবির নামাজে অংশগ্রহণ করেন।

এদিকে পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পবিত্র রমজান উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।

কেকে

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

পবিত্র লাইলাতুল কদর ২৭ মার্চ

আপডেট সময় : ১০:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এলো রমজান। শনিবার দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। ফলে শুরু হলো বরকতময় মাস। আত্মার পরিশুদ্ধি ও তাকওয়া অর্জনে এ মাসজুড়ে সিয়াম (রোজা) পালনের পাশাপাশি বেশি বেশি কুরআন তেলাওয়াতসহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ মাসে আহ্বান থাকে পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ ও সংঘাত পরিহার এবং জীবনের সর্বত্র পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের।

শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আ ফ ম খালিদ হোসেন চাঁদ দেখার তথ্য জানান। এ সময় আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে বলেও জানান তিনি।

এদিকে চাঁদ দেখার পর শনিবার দেশের মসজিদগুলোতে এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসলি­রা। প্রথম দিনে মুসলি­রা উৎসবমুখর পরিবেশে তারাবির নামাজে অংশগ্রহণ করেন।

এদিকে পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পবিত্র রমজান উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।

কেকে