আবদুল গাফ্ফার (ফুয়াদ), কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে সিএনজি ও অটোরিকশার বিশৃঙ্খল অবস্থান দিন দিন বাড়ছে, যা শুধুমাত্র গেটের সৌন্দর্য নষ্ট করছে না, বরং শিক্ষার্থীদের চলাচলের জন্যও ঝুঁকির কারণ হয়ে উঠেছে।
বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের সুবিধার জন্য নির্দিষ্ট স্টপেজ না থাকায় চালকরা বাধ্য হয়েই গেটের সামনে গাড়ি দাঁড় করান। এক সিএনজি চালক জানান, “আমরা বাধ্য হয়েই এখানে দাঁড়াই। আমাদের জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই, তাই যাত্রী তোলার জন্য গেটের সামনেই অপেক্ষা করতে হয়।”
তবে শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।ইংরেজি বিভাগের আনজুম জান্নাত শৈলী বলেন, “একদিকে নিরাপত্তা ঝুঁকি, অন্যদিকে গেটের সামনের সৌন্দর্য নষ্ট হচ্ছে। অথচ এটি বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করে। কর্তৃপক্ষ চাইলে এখানে সিএনজি দাঁড়ানোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করতে পারে।”
অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আব্দুল কাদের পিয়াস বলেন, “বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এমন বিশৃঙ্খলা আমাদের জন্য ভোগান্তির কারণ। অনেক সময় দ্রুতগামী যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।”
এছাড়াও, বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ শামীম মিয়া বলেন, “এখানে যদি নির্দিষ্ট স্টপেজ নির্ধারণ করা হতো এবং স্পিড ব্রেকার স্থাপন করা হতো, তাহলে যানজট কমত এবং দুর্ঘটনার আশঙ্কাও হ্রাস পেত।”
এ অবস্থায় দ্রুত একটি পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। যথাযথ স্পিড ব্রেকার স্থাপন ও নির্দিষ্ট পার্কিং জোন তৈরির মাধ্যমে সমস্যাটির সমাধান সম্ভব। প্রশাসনের উচিত দ্রুত এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পাসে প্রবেশ ও বের হতে পারেন।
এমএস