সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে ঢুকে নারীসহ সাংবাদিক হেনস্তায় নিন্দা জানিয়েছে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও কলেজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন৷
বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলদের স্বাক্ষরে নিন্দা বিজ্ঞপ্তিতে সংগঠনগুলো জানান, সাংবাদিক সমিতির কার্যালয়ে ঢুকে সাংবাদিক হেনস্তার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশের সঙ্গে সম্পূর্ণভাবে অসামঞ্জস্যপূর্ণ। এটি শুধু সাংবাদিকতার পেশাগত মানহানি নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর আঘাত৷ একই সাথে সংগঠনগুলো গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করব শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানায় ।

এই ঘটনায় নিন্দা জানানো সংগঠনগুলো হলো : ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি, বাঙলা কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি, তিতুমীর কলেজ রিসার্চ ক্লাব, তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কলেজ আইটি সোসাইটি, তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব, তিতুমীর ঐক্য, তিতুমীর কলেজ ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদ৷
উল্লেখ্য, এর আগে ১৬ জানুয়ারি ‘ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তিতুমীর ঐক্যের বাকবিতণ্ডা, তিতুমীর ঐক্যের কমিটি স্থগিত’ শিরোনামে ভিডিও প্রকাশ করলে তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রদল কর্মী আব্দুল হামিদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক শাহিন আরমান হৃদয় এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আল-আমিনসহ তাদের অনুসারীরা সাংবাদিক সমিতির কার্যালয়ে উপস্থিত হন৷ এসময় তারা নারী সাংবাদিকসহ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন ভাবে হেনস্তা করেন৷