ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক হাফিজুল ইসলামের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।
শিক্ষার্থীরা জানান, হাফিজের বিষয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে এবং সেটা সিন্ডিকেটেও উঠেছিল। আমরা একটি নিউজের মাধ্যমে জানতে পারি যে বিষয়টিকে আপাতত স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। যেটা রেজিস্ট্রার স্যার বলেছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা ভিসির সাথে কথা বলতে আসলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে রেজুলেশন প্রকাশ হবে।
কমিটি সূত্র জানায়, হাফিজের বিরুদ্ধে সমকামিতা, যৌন হয়রানি, শিক্ষার্থী হেনস্তাসহ নানা অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা। তদন্তে সেসব অভিযোগের অনেকাংশেই সত্যতা মিলেছে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার বিরুদ্ধে তিন ধরনের শাস্তির সুপারিশ করে কমিটি।
সিদ্ধান্ত স্থগিতের বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান সূত্রে জানা যায়, সিন্ডিকেটে বিষয়টি আলোচনায় এলে সেটি উপাচার্য স্থগিত রাখেন। উপাচার্য এ বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেননি।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, স্থগিত হবার বিষয়ে আমি অবগত নই। এ বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত আগামী সপ্তাহের মধ্যে রেজুলেশন আকারে প্রকাশিত হবে।
উল্লেখ্য, হাফিজুল ইসলামের বিরুদ্ধে সমকামিতায় বাধ্য করা, শিক্ষার্থীদের হেনস্তা ও যৌন হয়রানিসহ নানা অভিযোগ উঠলে গত বছরের ৮ অক্টোবর তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা মিললে গত বছরের ২৩ অক্টোবর তাকে বিভাগীয় সবরকম কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।
ইরফান উল্লাহ্/এমএস