ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত নাটোরে শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার অনলাইন স্ক্যাম ও জালিয়াতি প্রতিরোধে নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে কমিটি গঠন হবে : সৈয়দা রিজওয়ানা বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়াতে চায় না ভারত বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশের সঙ্গে বৈঠক পাকিস্তানের, যা বলছে গণমাধ্যম ইউরোপীয় ইউনিয়নের ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ নাটেরের নলডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যাক্তির মৃত্যু নাটোরে নিহত শিশু জুঁইয়ের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

বঙ্গবন্ধু স্কয়ারের নামকরণ করা হচ্ছে আরডিএ কমপ্লেক্স

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ারের জন্য নির্মিত ভবনের নাম পরিবর্তন করে ‘রাজশাহী আরডিএ কমপ্লেক্স’ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। নবনির্মিত ভবনের নাম পরিবর্তনের অনুমতি চেয়ে শিগগিরই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানানো হয়েছে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সূত্র মতে, বঙ্গবন্ধু চত্বর (স্কয়ার) প্রকল্পের আওতায় ২০১৭ সালে একটি প্রকল্প গ্রহণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। ২০১৮ সালে প্রকল্পটি অনুমোদন হয় একনেকে। অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু কাজের মাঝপথে এসে প্রকল্পটির নকশায় ব্যাপক পরিবর্তন আনে পরামর্শক প্রতিষ্ঠান।

মহানগরীর তালাইমারী মোড়ে এ প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছিল প্রথমে ৫৯ কোটি ২৮ লাখ টাকা। পরে সেটির ব্যয় বাড়িয়ে শুধুমাত্র প্রথম ধাপের (অবকাঠামো নির্মাণ বাবদ) জন্য ব্যয় ধরা হয় ৬২ কোটি ৭৭ লাখ টাকা। প্রথমে প্রকল্প মেয়াদ ছিল ২০১৯ সাল পর্যন্ত। পরে সেটি ২০২৩ সালের জুন পর্যন্ত নিয়ে যাওয়া হয়।

আরডিএ সূত্র আরও জানায়, ৬১ কোটি টাকা ব্যয়ে ১২ হাজার ৫১৮ দশমিক ০৮ বর্গমিটার জমিতে নির্মিত ভবনটি প্রকল্পের নকশা অনুযায়ী নির্মাণকৃত এ চত্বরটির বেজমেন্টে গাড়ি পার্কিং, আর্ট গ্যালারি ও জলধারাবেষ্টিত বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করার কথা ছিল। এছাড়া সাউন্ড সিস্টেম, লাইটিং এবং ডিজিটাল স্ক্রিনযুক্ত স্থায়ী আর্ট গ্যালারি ও বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে জাদুঘর করা হয়। ফার্স্ট ফ্লোরে রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপ, উন্মুক্ত স্থানে বসা এবং সুস্থধারার বিনোদনের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

তবে ৫ আগস্ট ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ বাতিল করে। ফলে নির্মানের ছয় মাস পার হলেও এটা কি হিসেবে ব্যবহার হবে তা নিয়ে নিশ্চিত ছিলেন না কর্তৃপক্ষ। ফলে ছয় মাস বন্ধ ছিল কমপ্লেক্সটি।

আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমাতুল্লা বলেন, ‘আমরা নবনির্মিত ভবনটির নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাচ্ছি। কারণ এটি আর শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হবে না।

আল ইয়ামিন আবির/এমএস

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা আলিয়ার নেতৃত্বে রাকিব মন্ডল ও জিনাত

বঙ্গবন্ধু স্কয়ারের নামকরণ করা হচ্ছে আরডিএ কমপ্লেক্স

আপডেট সময় : ০৮:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ারের জন্য নির্মিত ভবনের নাম পরিবর্তন করে ‘রাজশাহী আরডিএ কমপ্লেক্স’ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। নবনির্মিত ভবনের নাম পরিবর্তনের অনুমতি চেয়ে শিগগিরই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানানো হয়েছে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সূত্র মতে, বঙ্গবন্ধু চত্বর (স্কয়ার) প্রকল্পের আওতায় ২০১৭ সালে একটি প্রকল্প গ্রহণ করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। ২০১৮ সালে প্রকল্পটি অনুমোদন হয় একনেকে। অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু কাজের মাঝপথে এসে প্রকল্পটির নকশায় ব্যাপক পরিবর্তন আনে পরামর্শক প্রতিষ্ঠান।

মহানগরীর তালাইমারী মোড়ে এ প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছিল প্রথমে ৫৯ কোটি ২৮ লাখ টাকা। পরে সেটির ব্যয় বাড়িয়ে শুধুমাত্র প্রথম ধাপের (অবকাঠামো নির্মাণ বাবদ) জন্য ব্যয় ধরা হয় ৬২ কোটি ৭৭ লাখ টাকা। প্রথমে প্রকল্প মেয়াদ ছিল ২০১৯ সাল পর্যন্ত। পরে সেটি ২০২৩ সালের জুন পর্যন্ত নিয়ে যাওয়া হয়।

আরডিএ সূত্র আরও জানায়, ৬১ কোটি টাকা ব্যয়ে ১২ হাজার ৫১৮ দশমিক ০৮ বর্গমিটার জমিতে নির্মিত ভবনটি প্রকল্পের নকশা অনুযায়ী নির্মাণকৃত এ চত্বরটির বেজমেন্টে গাড়ি পার্কিং, আর্ট গ্যালারি ও জলধারাবেষ্টিত বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করার কথা ছিল। এছাড়া সাউন্ড সিস্টেম, লাইটিং এবং ডিজিটাল স্ক্রিনযুক্ত স্থায়ী আর্ট গ্যালারি ও বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে জাদুঘর করা হয়। ফার্স্ট ফ্লোরে রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপ, উন্মুক্ত স্থানে বসা এবং সুস্থধারার বিনোদনের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।

তবে ৫ আগস্ট ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ বাতিল করে। ফলে নির্মানের ছয় মাস পার হলেও এটা কি হিসেবে ব্যবহার হবে তা নিয়ে নিশ্চিত ছিলেন না কর্তৃপক্ষ। ফলে ছয় মাস বন্ধ ছিল কমপ্লেক্সটি।

আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমাতুল্লা বলেন, ‘আমরা নবনির্মিত ভবনটির নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাচ্ছি। কারণ এটি আর শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হবে না।

আল ইয়ামিন আবির/এমএস